সিআইপি হলেন সিলেটের মাহি উদ্দিন সেলিম

- আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
কাতারের দোহায় সেলিম পারফিউম, আলী পারফিউম ও আবির পারফিউমের ব্যবসায়ী হিসেবে তিনি এই সনদ পান।শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছ থেকে তিনি স্মারক ও সনদ গ্রহণ করেন। এর আগে ২০২১ সালে সিলেটের সেরা রেমিট্যান্সধারী হিসেবে তাঁর মালিকানাধীন ‘সেলিম পারফিউম’ নির্বাচিত হওয়ায় তিনি সেরা রেমিট্যান্সধারীর পুরস্কার পান।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এ সনদ প্রাপ্তিতে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছে।