পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানরা

- আপডেট সময় : ০৫:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: অনলাইন সংস্করণ
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে এই প্রথম জয় পেলে আফগানরা।ওয়ানডে ক্রিকেটে অতীতে সাতবার মুখোমুখি হয় এশিয়ার এই প্রতিবেশী দল দুটি। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় পায় পাকিস্তান।
কিন্তু আজ বিশ্বকাপের ১৩তম আসরের ২২তম ম্যাচে পাকিস্তানকে পরাস্থ করে আফগানরা।সোমবার ভারতের চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক বাবর আজম। ৫৮ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক।ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন ইফতেখার আহমেদ ও শাদাব খান।
৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩০ রান করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।৮৭ ও ৬৫ রান করে ইব্রাহিম ও রহমানউল্লাহ আউট হওয়ার পর দলের হাল ধরেন রহমত শাহ ও হাশমতউল্লাহ। তারা ৯৩ বলে ৯৬ রানের অবিছিন্ন জুটি গড়ে এক ওভার আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।