গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট

- আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক :
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনে প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ করছে ইসরাইল। বেশি হামলা হচ্ছে ফিলিস্তিনের গাজায়। গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ।
এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।
গাজার মুসলমানদের সমর্থনে সংহতি প্রকাশ করে ১৮ জুন বুধবার মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই, সিপিআই (এমএল), সমাজবাদী পার্টিসহ কয়েকটি সংগঠন সমাবেশের আয়োজন করেছে।
সেই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে সমাবেশের পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
স্বরার এই পোস্টার শেয়ারের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ট্রোল করছেন। কেউ কেউ স্বরাকে পহেলগাঁও ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন।
একজন লিখেছেন, পহেলগাঁওয়ের জন্য তো এসব করেননি।
আরেকজন লিখেছেন, পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়ায় খ্রিস্টান, সুদানে খ্রিস্টান, পাকিস্তানে হিন্দুরা, খ্রিস্টান ছাড়া, এটি কেবল এটি নিয়ে উদ্বিগ্ন।
একজন লিখেছেন, ‘প্যালেস্তাইনে যান’।
অন্য একজন লিখেছেন, ‘কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন?