ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ ক্যালসিয়ামের ঘাটতি হলে শারীরে যে সমস্যা দেখা দিতে পারে আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আ ন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরুপ: ডা.শফিকুর মেসির শেষ বিশ্বকাপ জার্সিতে ছোঁয়া আছে ম্যারাডোনারও মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর’: প্রেস সচিব চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে হামলা, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট, গ্রেফতার ৬ সিলেট জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার চোরাইপন্য সহ মাইক্রোবাস আটক বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সফল ব্যক্তিরা যে কাজগুলো করেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

সফল মানুষ কিসে আমাদের চেয়ে এগিয়ে থাকেন? উত্তর খুঁজতে গিয়ে সফল ব্যক্তিরা কী কী করেন, সেই তালিকা তৈরি করে মানুষ! অনেকে সেগুলো অনুসরণও করে, যেন নিজেও হতে পারে তাঁদের মতোই সফল। একই সঙ্গে তাঁরা কী কী করেন না, সেটা জানাও কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তত প্রকাশ্যে যেগুলো তাঁরা করেন না। জেনে নিন সেগুলোই, যেন আপনিও সেগুলো এড়িয়ে চলতে পারেন।

মানুষকে খাটো করবেন না

সাফল্যের পথ কেবল বন্ধুরই নয়, তাতে চলতে হয় একা। আবার সে পথে আপনাকে নিতে হবে অনেকের সাহায্য। কাজেই অন্যদের খাটো করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। যদি তাদের প্রতি সহমর্মী না হতে পারেন, তারা কেন আপনার প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে?

মানিয়ে চলা ভুলে যান

বিভিন্ন সময়ে আমাদের নানা কিছুর সঙ্গে মানিয়ে চলতে হয়। কিন্তু বিবেচনায় রাখা জরুরি, কতটুকু মানিয়ে নেবেন। তা করতে গিয়ে নিজস্বতা বিসর্জন দিলে চলবে না। প্রয়োজনে স্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে আসুন। কিন্তু মানিয়ে চলতে গিয়ে নিজস্বতা বিকোনো চলবে না।

অপমান করতে দেবেন না

নিজের ওজন সম্পর্কে সচেতন থাকুন। খেয়াল রাখুন, কেউ যেন আপনাকে ইচ্ছে করে অপমান করতে না পারে। তেমন পরিস্থিতিতে মাথা উঁচু রেখে বেরিয়ে যাওয়া শিখুন। যখনই মনে হবে আপনাকে উপেক্ষা করা হচ্ছে বা আপনার প্রয়োজন মেটানো হচ্ছে না, সোজা এড়িয়ে যান।

সুযোগ যেন না ফসকায়

সুযোগ কখনো এমনি এমনি আসে না। আপনার যোগ্যতা আছে বলেই আপনার সামনে সুযোগ এসেছে। দুহাতে লুফে নিন। কাজে লাগান। সফল মানুষদের সঙ্গে অন্যদের এটাই বড় পার্থক্য। সফল মানুষেরা কোনো সুযোগই হাতছাড়া করেন না।

‘না’ বলা শিখুন

নিজের সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। যতটুকু পারবেন, ততটুকুই কাজ বা দায়িত্ব নিন। যা করতে পারবেন না, তা করবেন বলে কথা দেবেন না। তবে এর চেয়েও মুশকিলের কাজ হলো ‘না’ বলা। সেটা বলতে না পেরেই সাধারণত মানুষের অতিরিক্ত কাজ নিয়ে ফেলে। কাজেই সবার আগে ‘না’ বলা শিখুন।

নিজেকে নিখুঁত দাবি করবেন না

কেউই নিখুঁত নয়। সফল মানুষদেরও ত্রুটিবিচ্যুতি থাকে। পার্থক্য হলো, অন্যরা সেগুলো লুকানোর চেষ্টা করে। দাবি করে, তাদের কোনো খুঁত নেই। আর সফল মানুষেরা সেগুলো স্বীকার করে নেন। মেনে নিয়ে সেভাবেই কাজের পরিকল্পনা করেন।

উদ্বেগ ও ভয়কে না বলুন

উদ্বেগ ও ভয় মানুষের চিন্তাশক্তি কমিয়ে দেয়। অথচ এগুলো যখন হবে, মানে আপনি যখন কোনো বিপদে পড়বেন বা কোনো জটিল পরিস্থিতিতে থাকবেন, তখন উল্টো বেশি চিন্তা করার প্রয়োজন পড়ে। সফল মানুষেরা এখানেই এগিয়ে যান। তাঁরা নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে, উদ্বেগ-ভয় বা আতঙ্ককে পাশে সরিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন।

ভোলা যাবে না কারও সাফল্য

সফল ব্যক্তিরা নিজেদের প্রতিটি সাফল্য উদ্‌যাপন তো করেনই, অন্যদের সাফল্য উদ্‌যাপন করতেও ভোলেন না। কারণ, কেবল নিজের সাফল্যই নয়, ইতিবাচক মানসিকতা রাখতে পারলে যে কারও সাফল্যই মানুষকে অনুপ্রাণিত করে।

তথ্যসূত্র: হ্যাক স্পিরিট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সফল ব্যক্তিরা যে কাজগুলো করেন না

আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

সফল মানুষ কিসে আমাদের চেয়ে এগিয়ে থাকেন? উত্তর খুঁজতে গিয়ে সফল ব্যক্তিরা কী কী করেন, সেই তালিকা তৈরি করে মানুষ! অনেকে সেগুলো অনুসরণও করে, যেন নিজেও হতে পারে তাঁদের মতোই সফল। একই সঙ্গে তাঁরা কী কী করেন না, সেটা জানাও কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তত প্রকাশ্যে যেগুলো তাঁরা করেন না। জেনে নিন সেগুলোই, যেন আপনিও সেগুলো এড়িয়ে চলতে পারেন।

মানুষকে খাটো করবেন না

সাফল্যের পথ কেবল বন্ধুরই নয়, তাতে চলতে হয় একা। আবার সে পথে আপনাকে নিতে হবে অনেকের সাহায্য। কাজেই অন্যদের খাটো করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। যদি তাদের প্রতি সহমর্মী না হতে পারেন, তারা কেন আপনার প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে?

মানিয়ে চলা ভুলে যান

বিভিন্ন সময়ে আমাদের নানা কিছুর সঙ্গে মানিয়ে চলতে হয়। কিন্তু বিবেচনায় রাখা জরুরি, কতটুকু মানিয়ে নেবেন। তা করতে গিয়ে নিজস্বতা বিসর্জন দিলে চলবে না। প্রয়োজনে স্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে আসুন। কিন্তু মানিয়ে চলতে গিয়ে নিজস্বতা বিকোনো চলবে না।

অপমান করতে দেবেন না

নিজের ওজন সম্পর্কে সচেতন থাকুন। খেয়াল রাখুন, কেউ যেন আপনাকে ইচ্ছে করে অপমান করতে না পারে। তেমন পরিস্থিতিতে মাথা উঁচু রেখে বেরিয়ে যাওয়া শিখুন। যখনই মনে হবে আপনাকে উপেক্ষা করা হচ্ছে বা আপনার প্রয়োজন মেটানো হচ্ছে না, সোজা এড়িয়ে যান।

সুযোগ যেন না ফসকায়

সুযোগ কখনো এমনি এমনি আসে না। আপনার যোগ্যতা আছে বলেই আপনার সামনে সুযোগ এসেছে। দুহাতে লুফে নিন। কাজে লাগান। সফল মানুষদের সঙ্গে অন্যদের এটাই বড় পার্থক্য। সফল মানুষেরা কোনো সুযোগই হাতছাড়া করেন না।

‘না’ বলা শিখুন

নিজের সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। যতটুকু পারবেন, ততটুকুই কাজ বা দায়িত্ব নিন। যা করতে পারবেন না, তা করবেন বলে কথা দেবেন না। তবে এর চেয়েও মুশকিলের কাজ হলো ‘না’ বলা। সেটা বলতে না পেরেই সাধারণত মানুষের অতিরিক্ত কাজ নিয়ে ফেলে। কাজেই সবার আগে ‘না’ বলা শিখুন।

নিজেকে নিখুঁত দাবি করবেন না

কেউই নিখুঁত নয়। সফল মানুষদেরও ত্রুটিবিচ্যুতি থাকে। পার্থক্য হলো, অন্যরা সেগুলো লুকানোর চেষ্টা করে। দাবি করে, তাদের কোনো খুঁত নেই। আর সফল মানুষেরা সেগুলো স্বীকার করে নেন। মেনে নিয়ে সেভাবেই কাজের পরিকল্পনা করেন।

উদ্বেগ ও ভয়কে না বলুন

উদ্বেগ ও ভয় মানুষের চিন্তাশক্তি কমিয়ে দেয়। অথচ এগুলো যখন হবে, মানে আপনি যখন কোনো বিপদে পড়বেন বা কোনো জটিল পরিস্থিতিতে থাকবেন, তখন উল্টো বেশি চিন্তা করার প্রয়োজন পড়ে। সফল মানুষেরা এখানেই এগিয়ে যান। তাঁরা নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে, উদ্বেগ-ভয় বা আতঙ্ককে পাশে সরিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন।

ভোলা যাবে না কারও সাফল্য

সফল ব্যক্তিরা নিজেদের প্রতিটি সাফল্য উদ্‌যাপন তো করেনই, অন্যদের সাফল্য উদ্‌যাপন করতেও ভোলেন না। কারণ, কেবল নিজের সাফল্যই নয়, ইতিবাচক মানসিকতা রাখতে পারলে যে কারও সাফল্যই মানুষকে অনুপ্রাণিত করে।

তথ্যসূত্র: হ্যাক স্পিরিট