ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান ড. ইউনূস শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে চাই কোটি টাকার ক্ষতি চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ১৫ টি নৌকা, ১০ টি শ্যালো মেশিন ধ্বংস ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ বাংলাদেশ জামায়াতে যোগ দেওয়া নেতাকে ব হি ষ্কা র করলো ছাত্রদল সিলেট ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন তুষারের খুনি, মূল আসামি পারভেজকে ঢাকা গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেফতার আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরাইলিদের হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

স্যাটেলাইট গবেষণায় সন্দ্বীপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

সাগর তিন যুগে ফেরত দিল ৪শ কিমি. ভূমি

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ৩৬ বছরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার। এর মধ্যে জেগে ওঠা ভূমির পরিমাণ প্রায় চারশ (৩৯৮) বর্গকিলোমিটার এবং পলল ভূমি ৭৭ বর্গকিলোমিটার। সাগর এই জমি এক সময় কেড়ে নিয়েছিল। এখন আবার তা ফেরত দিচ্ছে। ফেরত দেওয়া বা জেগে ওঠা ভূমির ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১২১ শতাংশ এবং পলল ভূমির (জোয়ারের সময় তলিয়ে যায়) ক্ষেত্রে ২৩ শতাংশ। অতিসম্প্রতি স্যাটেলাইট ছবির এক গবেষণায় এমনটাই দেখা গেছে। ১৯৮৯ এবং ২০২৫ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে দ্বীপ এলাকা সন্দ্বীপ ও তার আশপাশে পলি জমে সমতল ভূমি সৃষ্টির প্রবণতা প্রাকৃতিকভাবেই অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমির সঠিক ব্যবহার বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। ‘ল্যান্ড এরিয়া এক্সপানশন ইন দ্য ইস্টার্ন পার্ট অব মেঘনা এসটুয়েরি সিন্স দ্য ১৯৯০’ বা ‘১৯৯০ সাল থেকে মেঘনা মোহনার পূর্ব অংশে ভূমি সম্প্রসারণ’ শীর্ষক গবেষণাটি করেছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য ড. মাহমুদুর রহমান। এই গবেষণায় সন্দ্বীপে অল্প জোয়ারের সময় ১৯৮৯ সালের ২২ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের ১৬ জানুয়ারির স্যাটেলাইট ছবি ব্যবহার করা হয়েছে।

গবেষণার ফলাফলে বিস্তারিতভাবে বলা হয়েছে, ১৯৮৯ সালের স্যাটেলাইট চিত্রে সন্দ্বীপের উপস্থিত ছিল, কিন্তু সেখানে জায়গায় জায়গায় জোয়ারের কাদামাটির স্তর দৃশ্যমান। এই কাদামাটির বেশির ভাগই পরে জেগে ওঠা ভূমি তৈরি করে এবং এর নামকরণ করা হয় জাহাইজ্জর চর (স্বর্ণদ্বীপ)। ১৯৮৯-২০২৫ সালের মধ্যে ভূমির আকার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৮৯ সালে উরিরচর উপস্থিত ছিল, তবে এটি ভিন্ন আকারে ছিল। ২০২৫ সালে উরিরচর আরও বড় হয়ে ওঠে এবং কমবেশি গোল আকার ধারণ করে।

গবেষণায় আরও বলা হয়, এখানে জেগে ওঠা জমি ১৯৮৯ সালে ছিল ৩২৮ বর্গকিমি, যা ২০২৫ সালে ৭২৬ বর্গকিমি.তে সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে পলল ভূমিও প্রকৃতিতে প্রসারিত হতে থাকে। ১৯৮৯ সালে পলল ভূমির পরিমাণ ছিল ৩৩৫ বর্গকিমি, যা ২০২৫ সালে ৪১৩ বর্গকিমি.তে সম্প্রসারিত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সব পলল ভূমি জেগে ওঠা সমতল জমিতে রূপান্তরিত হয়নি। পলল ভূমির কিছু অংশ স্থিতিশীল জমি তৈরি করেছিল এবং কিছু অংশ ভেসে গিয়েছিল। তা সত্ত্বেও যা জেগে ওঠা ভূমি সৃষ্টি হয়েছে তা অনেক।

ড. মাহমুদুর রহমান সাংবাদিকদেরকে বলেন, এখানে জেগে ওঠা ভূমি বলতে বুঝতে হবে যা জোয়ার-ভাটার সময়ও দৃশ্যমান। আর পলল ভূমি জোয়ারের সময়ে ডুবে যায়। এই গবেষণায় দেখা গেছে, জেগে ওঠা ভূমির প্রবণতা সন্দ্বীপে অনেক বেশি। কিন্তু এই অবস্থাটি ১০০ বছর আগেও ছিল না। সন্দ্বীপে ভূমি ভাঙার প্রবণতাই বেশি দেখা গেছে।

তিনি বলেন, কিন্তু পুরোপুরি তার উলটো চিত্র দেখা যাচ্ছে নব্বইয়ের শুরু থেকেই। নতুন ভূমি গড়ার প্রবণতাই বেশি এখন। যেভাবে ভূমি বেড়েছে তার জন্য সঠিক পরিকল্পনা দরকার। সাগর ও ভূমির সঠিক সমন্বয়ে পরিকল্পনা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্যাটেলাইট গবেষণায় সন্দ্বীপ

আপডেট সময় : ০৪:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সাগর তিন যুগে ফেরত দিল ৪শ কিমি. ভূমি

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ৩৬ বছরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার। এর মধ্যে জেগে ওঠা ভূমির পরিমাণ প্রায় চারশ (৩৯৮) বর্গকিলোমিটার এবং পলল ভূমি ৭৭ বর্গকিলোমিটার। সাগর এই জমি এক সময় কেড়ে নিয়েছিল। এখন আবার তা ফেরত দিচ্ছে। ফেরত দেওয়া বা জেগে ওঠা ভূমির ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১২১ শতাংশ এবং পলল ভূমির (জোয়ারের সময় তলিয়ে যায়) ক্ষেত্রে ২৩ শতাংশ। অতিসম্প্রতি স্যাটেলাইট ছবির এক গবেষণায় এমনটাই দেখা গেছে। ১৯৮৯ এবং ২০২৫ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে দ্বীপ এলাকা সন্দ্বীপ ও তার আশপাশে পলি জমে সমতল ভূমি সৃষ্টির প্রবণতা প্রাকৃতিকভাবেই অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমির সঠিক ব্যবহার বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। ‘ল্যান্ড এরিয়া এক্সপানশন ইন দ্য ইস্টার্ন পার্ট অব মেঘনা এসটুয়েরি সিন্স দ্য ১৯৯০’ বা ‘১৯৯০ সাল থেকে মেঘনা মোহনার পূর্ব অংশে ভূমি সম্প্রসারণ’ শীর্ষক গবেষণাটি করেছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য ড. মাহমুদুর রহমান। এই গবেষণায় সন্দ্বীপে অল্প জোয়ারের সময় ১৯৮৯ সালের ২২ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের ১৬ জানুয়ারির স্যাটেলাইট ছবি ব্যবহার করা হয়েছে।

গবেষণার ফলাফলে বিস্তারিতভাবে বলা হয়েছে, ১৯৮৯ সালের স্যাটেলাইট চিত্রে সন্দ্বীপের উপস্থিত ছিল, কিন্তু সেখানে জায়গায় জায়গায় জোয়ারের কাদামাটির স্তর দৃশ্যমান। এই কাদামাটির বেশির ভাগই পরে জেগে ওঠা ভূমি তৈরি করে এবং এর নামকরণ করা হয় জাহাইজ্জর চর (স্বর্ণদ্বীপ)। ১৯৮৯-২০২৫ সালের মধ্যে ভূমির আকার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৮৯ সালে উরিরচর উপস্থিত ছিল, তবে এটি ভিন্ন আকারে ছিল। ২০২৫ সালে উরিরচর আরও বড় হয়ে ওঠে এবং কমবেশি গোল আকার ধারণ করে।

গবেষণায় আরও বলা হয়, এখানে জেগে ওঠা জমি ১৯৮৯ সালে ছিল ৩২৮ বর্গকিমি, যা ২০২৫ সালে ৭২৬ বর্গকিমি.তে সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে পলল ভূমিও প্রকৃতিতে প্রসারিত হতে থাকে। ১৯৮৯ সালে পলল ভূমির পরিমাণ ছিল ৩৩৫ বর্গকিমি, যা ২০২৫ সালে ৪১৩ বর্গকিমি.তে সম্প্রসারিত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সব পলল ভূমি জেগে ওঠা সমতল জমিতে রূপান্তরিত হয়নি। পলল ভূমির কিছু অংশ স্থিতিশীল জমি তৈরি করেছিল এবং কিছু অংশ ভেসে গিয়েছিল। তা সত্ত্বেও যা জেগে ওঠা ভূমি সৃষ্টি হয়েছে তা অনেক।

ড. মাহমুদুর রহমান সাংবাদিকদেরকে বলেন, এখানে জেগে ওঠা ভূমি বলতে বুঝতে হবে যা জোয়ার-ভাটার সময়ও দৃশ্যমান। আর পলল ভূমি জোয়ারের সময়ে ডুবে যায়। এই গবেষণায় দেখা গেছে, জেগে ওঠা ভূমির প্রবণতা সন্দ্বীপে অনেক বেশি। কিন্তু এই অবস্থাটি ১০০ বছর আগেও ছিল না। সন্দ্বীপে ভূমি ভাঙার প্রবণতাই বেশি দেখা গেছে।

তিনি বলেন, কিন্তু পুরোপুরি তার উলটো চিত্র দেখা যাচ্ছে নব্বইয়ের শুরু থেকেই। নতুন ভূমি গড়ার প্রবণতাই বেশি এখন। যেভাবে ভূমি বেড়েছে তার জন্য সঠিক পরিকল্পনা দরকার। সাগর ও ভূমির সঠিক সমন্বয়ে পরিকল্পনা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে।