নির্বাচনের মাঠে কঠোর নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সুনামগঞ্জে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ভোটের মাঠে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ ও আনছার মোতায়েনের পাশাপাশি নির্বাচনী এলাকায় বাড়তি নিরাপত্তা বিধানে স্ট্রাকিংপোর্স, মোবাইল টিমসহ র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে নজরদারিত্বে থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সুনামগঞ্জে সকল ধরনের নাশকতা এড়াতে আইনশৃংখলাবাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জানা যায়, সুনামগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনের ৭০০ কেন্দ্রে গুরুত্ব অনুযায়ি প্রায় ২ হাজার পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ান আনছার, বিজিবি, র্যাব, সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও নির্বাচনের বিশেষ নিরাপত্তা বিধানে জেলায় সহ্রাধিক সেনাবাহিনী মোতায়েন করা হবে।নির্বাচনী এলাকার গুরুত্ব অনুযায়ি ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর অধিন স্ট্রাকিং পোর্স সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত দায়িত্ব পালন করবে। নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে থাকবে বলে জানিয়েন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পুলিশ ও আনছাড় মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সরঞ্জাম পাঠানো হলেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে আজ ভোরে ভ্যালট পেপার কেন্দ্রে পাঠানে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনছার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।এছাড়াও নির্বাচনী এলাকায় সার্বক্ষনিক স্ট্রাকিং ফোর্স ও মোবাইল টিম ঠহল দিবে। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।




























