ভোট কেন্দ্রে ভয়ভীতি দেখালে জনগণ তার জবাব দেবে-ডা.দুলাল

- আপডেট সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা.মো.ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন,নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভয়-ভীতি দেখালে জনগণ তার জবাব দেবে।দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ চায় ট্রাক প্রতীকের বিজয়।তারা ভোট দিয়েই আমাকে নির্বাচিত করবেন।এটিই হবে ভয়-ভীতির জবাব।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বালাগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধন কালে তিনি একথা বলেন।ডা.দুলাল বলেন,ট্রাক মার্কার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ দেখে আমার পোস্টার ছিড়ে ফেলছেন,আমার কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছেন।মনে রাখবেন,মানুষের মনে ট্রাক প্রতীক জায়গা দখল করে আছে।সূতরাং যতই পোস্টার,ব্যানার ছিড়ে ফেলেন মানুষের মন থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না।জনগণের উৎসাহ-উদ্দীপনা দেখেই বুঝা যায় ৭ জানুয়ারি সারাদিন তারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
বালাগঞ্জের পূর্বপৈলনপুর ইউনিয়নের ঐয়া,কুশিয়ারা বাজার,কিত্তে জালালপুর,গালিমপুর,সদর ইউনিয়নের কালীগঞ্জ বাজার,করচারপাড়,নবীনগর,ইলাশপুর বাজার,আদিত্যপুর বাজার ও আয়না মার্কেটে পথসভা ও গণসংযোগ করেন।এসময় উপস্থিত ছিলেন-বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে,সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক,আওয়ামী লীগ নেতা মশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল প্রমুখ।