মাদক সম্রাট জুবের-১৮০ পিস ইয়াবাসহ আটক

- আপডেট সময় : ০৯:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ থানাধীন ইসলামপুর সাকিনস্থ এ এন্ড এ এসোসিয়েটস পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।এসময় জুবেরের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক জুবের আহমেদ শাহপরান থানার অন্তর্গত মোহাম্মদপুরের মৃত জয়নাল মিয়ার ছেলে।শাহপরাণ থানা পুলিশ জানায়,সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো.আছাবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ বলছে, ‘আটককৃত জুবের আহমদ চিহ্নিত মাদক ব্যবসায়ী।দীর্ঘ দিন থেকে সে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।