শ্রীমঙ্গলে বেশি দামে পেঁয়াজ বিক্রিতে,৩০হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
মৌলভীবচাজার(শ্রীমঙ্গল প্রতিনিধি):
পেঁয়াজের বাজার নিয়ে চলছে দারুণ কারসাজি। ন্যায্য দামে পেঁয়াজ প্রাপ্তি নিশ্চত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের-৯ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার জেলার সবচেয়ে পাইকারী বাজার শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় পেঁয়াজের পাইকারি বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।তদারকি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা, মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন,এই অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।