অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারল বাংলাদেশ

- আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ
২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ দল। লাল সবুজের দলকে ৭-০ গোলে পরাজিত করে অস্ট্রেলিয়া।বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধে চার গোল হজম করা বাংলাদেশ ম্যাচ হারে ৭-০ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল। প্রতিরোধও গড়ে তুলতে পারেননি জামাল ভূঁইয়ারা।ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। বাকি দুই গোল করেন হ্যারি সুটার ও ব্র্যান্ডন বোরেলো।আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।