ট্রাক শ্রমিক রিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ন্যায়বিচারের জন্য মানববন্ধন।

- আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেট জেলা ট্রাক,পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক ও ড্রাইভার জমির মিয়ার ছেলে শ্রমিক রিপন মিয়া(২৫)কে গত ২২/১০/২৩ ইং তারিখ রাত ১১:৫০ঘঠিকায় শাহপরান (রা:)থানাধীনস্থ নয়াবাজার মাদানিবাগ রোড নিজ বাসায় আসার পথে বাসার সামনে আসামাত্র সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়া বেআইনি জনতা বদ্ধে মিলিত হয়ে পথরোধ করে তাঁহার সংগে থাকা নগদ ৭০,০০০,হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যান।
জানা যায় খসরু মিয়া (২৫),ফারিয়া খান পাপ্পু (২৮),সোহেল (২৫),অজ্ঞাত আরও ৫/৬ জন দেশীয়অস্র দিয়ে কাঠাযুক্ত আঘাত ও এলোপাতাড়ি ভাবে পিঠাইয়া জখম করিলে এসময় চিৎকার চেচামেচি শুনিয়া আশপাশের লোকজন সহ পথচারী জড়ো হইলে ছিন্তাইকারীগন ঘটনাস্থল ত্যাগ করিলে আহত অবস্থায় রিপন মিয়াকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন। এবিষয়ে আহত রিপন মিয়ার পিতা জমির মিয়া বাদি হয়ে শাহপরান (রা:) থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং গত ২৭/১০/২৩ইং তাং বৃহত্তর বালুচর ট্রাক,পিকাপ, কাভার্ডভ্যান ড্রাইভার সমিতির পক্ষে ট্রাক শ্রমিক রিপন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রশাসনের সূ-দৃষ্ঠি,সুষ্ঠ তদন্তের ও ন্যায়বিচারের জন্য এক মানববন্ধন করেন।