মোবাইল ফোনের দর্শকদের সুবিধায় বিশ্বকাপে নতুন প্রযুক্তি

- আপডেট সময় : ০৩:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :অনলাইন সংস্করণ
প্রতি বিশ্বকাপেই নিত্য নতুন প্রযুক্তি যোগ হয়। এবার প্রথমবার দর্শকদের জন্য ভার্টিকাল বা লম্বালম্বি ভিডিও প্রডাকশন করতে যাচ্ছে আইসিসি। সংস্থাটি বলছে, শুধু ক্রিকেট নয় খেলার ইতিহাসেই এটি হবে প্রথম ঘটনা।মূলত যারা মোবাইল ফোনে খেলা দেখবেন তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছে আইসিসি ও সম্প্রচার সহযোগী ডিজনি স্টার। এর জন্য প্রতিটি ভেন্যুতে আলাদা করে ক্যামেরা সেট করা হয়েছে। এছাড়া ‘স্প্লিট স্ক্রিন’ বা একই সঙ্গে মাঠের দুটি ঘটনা দেখার সুযোগ থাকছে।
এই প্রথমবারের মতো বিশ্বকাপের আগ দিয়ে একটা ব্লকচেইন পার্টনার ঘোষণা করেছে আইসিসি।সংস্থাটি নিয়ার ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাদের কাজ হবে বিশ্বজুড়ে দর্শকদের আরও কীভাবে খেলা দেখার সঙ্গে যুক্ত করা যায় ও নতুন নতুন অভিজ্ঞতা দেওয়া যায় সেটা নিয়ে কাজ করা।
মাঠে যখন ক্রিকেটাররা লড়ছে ব্যাটে-বলে তখন সমানতালে চলবে প্রযুক্তির লড়াইও।আইসিসি তরুণ প্রযুক্তিবিদদের নিয়ে এক হ্যাকাথন প্রতিযোগিতা শুরু করেছে,যার ফাইনাল হবে নভেম্বরে বিশ্বকাপ চলার সময়ই। এই হ্যাকাথনের বিশেষ দূত হিসেবে আইসিসি নিযুক্ত করেছে সাবেক ক্রিকেটার অনিল কুম্বলেকে।