ইমরান খান আট দিনের রিমান্ডে

- আপডেট সময় : ০৩:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
রাস্তায় রাস্তায় সংঘর্ষ, সেনা মোতায়েন
ভিউ নিউজ ৭১ ডেস্ক, প্রিন্ট সংস্করণ
পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পিটিআই কর্মী-সমর্থকরা । বুধবার লাহোরের রাস্তায় সশস্ত্র বিক্ষুব্ধরা -এএফপি
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ডে নিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তাকে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর পূর্বে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়।তাকে গ্রেফতারের পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানী ইসলামাবাদের পাশাপাশি অন্য সব প্রদেশের রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ।বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পেশোয়ারে চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া দেশজুড়ে এক হাজারের বেশি পিটিআই নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
লাহোরের শাদমান থানায় হামলা হয়েছে। তবে পিটিআই’র দাবি, সংঘর্ষে ৪৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি প্রদেশসহ বড় বড় শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এদিকে পাকিস্তানকে ‘অচল’ করার ডাক দিয়েছে পিটিআই। খবর জিও নিউজ, দ্য ডন, বিবিসি, এনডিটিভি ও আনন্দবাজারের।
বিশেষ আদালতে ইমরান খানকে হাজির করে এনএবি রিমান্ডে নেওয়ার আবেদন জানালে তার আইনজীবী খাজা হারিস বিরোধিতা করেন।তিনি বলেন,আল-কাদির ট্রাস্ট মামলা এনএবির পরিধির মধ্যে পড়ে না। এমনকি এনএবি তদন্ত প্রতিবেদনও দেয়নি।তিনি আরও বলেন, প্রত্যেকেরই সুষ্ঠু বিচারের অধিকার আছে। এ শুনানি একটি উন্মুক্ত আদালতে হতে পারত।শুনানিকালে আদালতকে ইমরান খান বলেন, যখন আমাকে গ্রেফতার করা হয় তখন পরোয়ানা দেখানো হয়নি।
ব্যুরোর অফিসে নেওয়ার পর সেটি দেখানো হয়েছে। ২৪ ঘণ্টা ধরে আমি বাথরুমে যাইনি। আমার একজন চিকিৎসকের প্রয়োজন।শুনানিতে এনএবির আইনজীবী বলেন, ইমরান খানকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে গ্রেফতারি পরোয়ানার কাগজ দেখানো হয়েছে।
আর তদন্ত প্রতিবেদনের জবাবে তিনি বলেন, যথাযথ কাগজপত্র প্রয়োজনে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, এটি একটি দুর্নীতির মামলা, ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) প্রমাণ দিয়েছে।শুনানি শেষে বিচারক মোহাম্মদ বশির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ইসলামাবাদ পুলিশ লাইনস এলাকার যে স্থানে ইমরান খানকে আটকে রাখা হয়েছে সেখানেই তার বিরুদ্ধে বিশেষ আদালতে শুনানি হয়েছে।এদিকে ইমরান খানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দাবি-তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ইমরান খানের আইনজীবীর দাবি-তিনি বুকে ব্যথা অনুভব করছেন।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে বিভিন্ন শহরে পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ড লড়াই চলছে।লাহোরে এক সেনা কর্মকর্তার বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দফতরের প্রবেশমুখ অবরোধ করে তারা বিক্ষোভ করে।
পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা নামানো হয়েছে। লাহোর, মুলতান, রাওয়ালপিণ্ডি, ফয়সলাবাদ এবং অন্য সব জেলা শহরে সেনা মোতায়েনের আবেদন জানানো হয়েছে।এসব প্রদেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষোভকারীরা ইসলামাবাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানেও সেনা মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পাকিস্তানজুড়ে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।পেশোয়ারের পথে পথে স্বল্প-দূরপাল্লা অস্ত্র নিয়ে বিক্ষোভ করছেন পিআইটি কর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর ফয়সালাবাদের গ্রামের বাড়িসহ মন্ত্রীদের বাসভবন পাহারায় আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করা হয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কর্মী-সমর্থকরা।পিটিআই ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, লাহোর ও রাওয়ালপিণ্ডির বিভিন্ন সামরিক স্থাপনায়ও হামলা হয়েছে। পেশোয়ারে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
রেডিও পাকিস্তানসহ পেশোয়ারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে চারজনের লাশ আনা হয়েছে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে দাঙ্গাকারীদের ধরার চেষ্টা চলছে। এ পর্যন্ত দেশজুড়ে এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানায়, প্রদেশে সরকারি সম্পত্তি, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভাঙচুর, জনগণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের হামলায় পুলিশের ১৩০ জনের বেশি কর্মকর্তা ও সদস্য গুরুতর আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
পাঞ্জাব পুলিশের মুখপাত্র বলেন, পুলিশ ও সরকারি সংস্থার ২৫টির বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার উচ্চারণ করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ড. ওসমান আনোয়ার।পাকিস্তান ‘অচল’ করার ডাক পিটিআইয়ের : ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তার দল পিটিআই পাকিস্তানকে ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে।
নেতাকর্মী ও সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি বলেছেন, দলের শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে আছেন।ইমরানের গ্রেফতারকে বৈধতা দিয়ে ইসলামাবাদ হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেটিকে সুপ্রিমকোর্টে তারা চ্যালেঞ্জ জানাবেন।
এক টুইটার পোস্টে কুরেশি লেখেন, এ অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক ও পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব।রাতে কোরেশিকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদের রেড জোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।অবশ্য এর আগে তিনি দাবি করেছিলেন-তাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল। টুইটারে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ওরা আসাদ উমরকে গ্রেফতার করতে সক্ষম হলেও আমাকে পারেনি।আমি সেই সময় আদালতের মধ্যে ঢুকে গ্রেফতার এড়িয়েছি। এখন একটি নিরাপদ জায়গা থেকে ভিডিও বার্তা রেকর্ড করছি।ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি সমর্থকদের অনুরোধ জানান।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের একদিন পর দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।
হাইকোর্টের বার রুমের বাইরে থেকে আসাদ উমরকে ইসলামাবাদ পুলিশের (সিটিডি শাখা) কর্মকর্তারা তুলে নিয়ে গেছেন।ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতির জন্য তিনি ও অন্য নেতারা ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জমা দিতে গিয়েছিলেন। আমাকে নির্যাতন করা হয়েছে, বাথরুমেও যেতে দেওয়া হয়নি’-ইমরান খান : গ্রেফতারের পর নির্মম আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে। এমনকি বাথরুমেও যেতে দেওয়া হয়নি। মঙ্গলবারকে ‘কালো অধ্যায়’ ঘোষণা সেনাবাহিনীর : ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন সেনা নিবাসে মঙ্গলবার হামলা চালিয়েছে তার সমর্থকরা।
এমন ঘটনাকে ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ হিসাবে আখ্যায়িত করেছে দেশটির সেনাবাহিনী।বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতিতে দাবি করা হয়-পরিকল্পিতভাবে সামরিক স্থাপনাগুলোয় আক্রমণ করা হয়েছে।ইমরানকে গ্রেফতারের পরপরই পরিকল্পিতভাবে সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেনাবিরোধী স্লোগান দেওয়া হয়েছে।৯ মে দিনটি একটি কালো অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘৭৫ বছরে দেশের চিরশত্রুরা যা করতে পারেনি তা ক্ষমতার লালসায় রাজনৈতিক চাদর পরিহিত একটি গোষ্ঠী করেছে।’ অবশ্য সেনারা অত্যন্ত ধৈর্য, সহনশীলতা দেখিয়েছে।
ইমরানের কর্মীদের সন্ত্রাসী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী : ইমরান খানের দল পিটিআই’র কর্মীদের সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস খুবই তিক্ত। আর রাজনীতিতে প্রতিশোধ প্রবণতা কখনোই ভালো ফল বয়ে আনেনি।রাজনৈতিক নেতৃত্বের আসল ভূমিকা এবং দায়িত্ব হচ্ছে কোনোরকম গ্রেফতারের সময় দলের কর্মীদের আইনি সীমা পেরোতে না দেওয়া।পিটিআই কর্মীদের সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং দেশের বিরুদ্ধে ‘শত্রুতা’ বলে আখ্যা দেন তিনি।সন্ত্রাসী এবং রাষ্ট্রের শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন শাহবাজ।তিনি বলেন, রাষ্ট্র ও পাকিস্তানের আদর্শের সুরক্ষা আমাদের কাছে জীবনের চেয়েও মূল্যবান। এর বিরুদ্ধে আমরা কাউকে চক্রান্ত করতে দেব না।