এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট -১ উদ্বোধন

- আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ইপিজেড সংলগ্ন ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড়স্থ কাঁচাবাজারে সমাজের অসহায় গরীব মানুষের কল্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি ব্যতিক্রমী এবং মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
এই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ সামাজিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত ও সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজের অসহায় মানুষের কল্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি প্রজেক্টের উদ্বোধন করছি। যার উদ্দেশ্যে হলো সমাজে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে। সবাই যেনো সমান ভাবে খেয়ে জীবন যাপন করতে পারে। তিনি আরও বলেন,পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। তাই আসুন সমাজের অসহায় মানুষের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দেই।
এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, অর্থ সচিব মোঃ হাফিজুর রহমান, পরিচালক সামসুন নাহার সামু প্রমূখ।