সংবাদ শিরোনাম ::
মাইলফলক স্পর্শ করলেন জাদেজা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
ইনজুরি থেকে পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে একের পর এক নজির গড়ে যাচ্ছেন রবিন্দ্র জাদেজা। বুধবার আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান সংগ্রহের পাশাপাশি ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েন জাদেজা।
এর আগের ভারতের হয়ে এই রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
বুধবার অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জাদেজা। দেশের হয়ে ৬৩টি টেস্ট, ১৭১টি ওয়ানডে আর ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করলেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।