সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

- আপডেট সময় : ০২:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে রোববার বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য এ.এফ. মো. রুহুল আমীন চৌধুরী (মিন্টু) অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী অ্যাডভোকেট, অ্যাডভোকেট আলীম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-১ দেলোয়ার হোসেন দিলু অ্যাডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট কাওছার আহমদ, শেখ মো. আবুল হাসনাত অ্যাডভোকেট প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহসম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন রশিদ সোয়েব অ্যাডভোকেট এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।