সিলেট ফুটপাত-সড়কে বসতে পারবে না হকার

- আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেটে হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। নগরের লালদীঘিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য সম্প্রতি নির্মিত অস্থায়ী মার্কেটে হকারদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়েছে। রোববার সকালে এ পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর ঠিক এক দিন পরেই সিলেট মহানগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন সিলেট সিটি করপোরেশন।
সোমবার (১১ মার্চ) বেলা ২টার দিকে সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেরের নেতৃত্বে মহানগরের আম্বরখানা এলাকা থেকে বন্দরবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।এসময় হকারদের উচ্ছেদ করে তাদের ব্যবহৃত মালামাল জব্দ করা হয় একই সাথে বেশ কয়েকজনকে জরিমানা করে সিটি করপোরেশন।
এসময় সিসিক কর্মকর্তারা জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নগরীতে ছড়িয়ে—ছিটিয়ে থাকা সকল ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করতে নিয়মিত এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ‘যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে নগরবাসীকে প্রতিশ্রম্নতি দেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রতিশ্রম্নতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।’
নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে সিলেট মহানগরের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। প্রায় সাড়ে ৪ একর জায়গা নিয়ে হতে যাওয়া এই মাকের্টে থাকবে প্রায় আড়াই হাজার দোকান ঘর। প্রত্যেক হকারের জন্য ৭ ফুট/৩ ফুট জায়গা বরাদ্ধ দেয়া হয়।