এয়ারলাইনস ক্লাব অব সিলেটের বার্ষিক পিকনিক সম্পন্ন

- আপডেট সময় : ০৬:৫৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
নানা আনন্দ আয়োজনে এয়ারলাইনস ক্লাব অব সিলেটের বার্ষিক পিকনিক সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে দিনব্যাপী নানা আয়োজনে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে পিকনিক সম্পন্ন হয়।
এয়ারলাইনস ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট আফসার আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোরশেদ ফখরুল চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিস্ট্রিক্ট ম্যানেজার বাদশা ফাহাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলার সেলস ম্যানেজার জাকির হোসাইন, ইউএস বাংলা এয়ারলাইনসের সেলস ম্যানেজার ও ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হামেদ বিন হানিফ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকল নারী সদস্যদেরকে ফুলের শুভেছা জানিয়ে ও কেক কটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে সকলের স্বত:ফুর্ত অংশগ্রহণ শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠান।র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রিটার্ন কাপল এয়ার টিকেট, দ্বিতীয় পুরস্কা ছিল ইউএস বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যংকক-ঢাকা রিটার্ন কাপল এয়ার টিকেট, তৃতীয় পুরস্কার ছিল নভোএয়ারের সৌজন্যে সিলেট-কক্সবাজার-সিলেট রিটার্ন কাপল এয়ার টিকেট, ৪র্থ পুরস্কার ছিল এয়ার এস্ট্রার সৌজন্যে সিলেট-ঢাকা-সিলেট রিটার্ন কাপল এয়ার টিকেট। এছাড়া ট্রাভেলপোর্ট গ্যালেলিও এবং সেইভার ট্রাভেল ন্যাটওয়ার্কের সৌজন্যে ছিল নানা আকর্ষণীয় পুরস্কার।
পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল বাংলাদেশের স্বনামধন্য টালন কর্পোরেশন লিমিডেট।অনুষ্ঠানে সিলেটের সকল এয়ারলাইনসের এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভ্রমণ ও পর্যটন ব্যবসায় জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য এয়ারলাইনস ক্লাব অব সিলেট ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি রেজিষ্ট্রেশনকৃত একমাত্র এভিয়েশন ক্লাব।