সিলেট-৩ আসনে এনপিপির আনোয়ারের জম জমাট নির্বাচনী প্রচারণা

- আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
রুহুল আমীন তালুকদার, সিলেটঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র দলীয় আম প্রতীকের প্রার্থী সিলেট জেলা এনপিপির সিনিয়র সহ- সভাপতি আনোয়ার হোসেন আফরোজ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
২৭ ডিসেম্বর বুধবার দক্ষিণ সুরমা উপজেলার পরিবহন শ্রমিকসহ ক্রোরীগ্রাম, পুরাণগাউ, নভাগ, তেতলি ইউনিয়নের দরগাবাড়ী, নিশ্চিতপুর, মোগলাবাজার এলাকার খালমূখ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম- গঞ্জে এবং হাট বাজারে মানুষের কাছে আম প্রতীকে ভোট চান তিনি।
আনোয়ার হোসেন আফরোজ নির্বাচনী প্রচারণা শেষে এক পথ সভায় তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন হলেও সিলেট-৩ তথা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ (একাংশে)’র উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই আগামী ৭ জানুয়ারী এনপিপির দলীয় প্রতীক আম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকায় উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রচারণা কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, এডভোকেট মোঃ মুহিবুর রহমান ও দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ ক্রোরীগ্রাম জামে মসজিদের সেক্রেটারী জালাল উদ্দিন, মোতাওয়াল্লী হাজী আব্দুর রহমান, আহসান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার মোহতারাম হাফিজ শফিকুর রহমান, জহিরুল ইসলাম সহ স্হানীয় এনপিপির নেতৃবৃন্দ।