সংবাদ শিরোনাম ::
ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
যশোরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৫টায় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের পারভেজ ও মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নাজমুল।কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে ঝিনাইদহের মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথিমধ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হন।খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।