বিয়ানীবাজারে সুপাতলা সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস পালিত

- আপডেট সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ৫৯০ বার পড়া হয়েছে
বিয়ানীবাজার প্রতিনিধি:
গত-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নানা আয়োজনে বিজয় দিবস পালন করা হয়।বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড ও ডিসপ্লে প্রদর্শনে নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শনে অংশগ্রহণ করে।
প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন প্রতিযোগিতায় নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শনে প্রথম স্থান এবং প্যারেডে দ্বিতীয় স্থান অর্জন করে।ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।বিজয়ী নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ডিসপ্লেতে প্রথম পুরস্কার এবং প্যারেডে দ্বিতীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা নির্বাহী অফিসার আয়শা আক্তার, ভাইস-চেয়ারম্যান মোঃ জামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন,প্রধান শিক্ষক মনিকা দাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।