নগরীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী টিপু গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪১০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেট মহানগরীতে দাপিয়ে বেড়ানো গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী,দুধর্ষ প্রতারক,জালিয়াতকারী,মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান পরিচয়ধারী সৈয়দ আবু নাঈম আজাদ টিপু (২৭)কে গ্রেফতার করেছে এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ।এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষের নির্দেশক্রমে এসআই গৌতম চন্দ্র দাস এর নেতৃত্বে একদল পুলিশ গত ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর বনকলাপাড়ার গোলাপ মিয়ার পয়েন্ট থেকে টিপুকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাস।
গ্রেফতারকৃত টিপু দক্ষিণ সুরমা উপজেলার কদমতলীর পশ্চিমভাগ শেখপাড়া গ্রামের কামাল মিয়া ও সাহেনা বেগমের ছেলে।সে জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র জালিয়াত করে পিতা কামাল মিয়ার নাম গোপন করে বনকলাপাড়ার নূরানী ৭৮নং বাসার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত ডাঃ সৈয়দ তছির আহমদ এর নাম ব্যবহার করে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছিল।
বীর মুক্তিযোদ্ধা মৃত ডাঃ সৈয়দ তছির আহমদ এর সন্তান সৈয়দ আবু শাহীন আজাদ খোকন বাদী হয়ে টিপুর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন আমলী আদালত ৬-এ মামলা দায়ের করেন। মামলা নং-সিআর ০৪/২৩। মামলা দায়ের পরবর্তী শোনানী শেষে বিজ্ঞ আদালত টিপুর বিরুদ্ধে গ্রেফাতারী ওয়ান্টে জারি করেন। এতে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।