সড়কে গাছ ফেলে ডাকাতি

- আপডেট সময় : ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় সড়কে গাছ ফেলে প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে ডাকাতদল।এ ঘটনায় সর্বস্ব খুইয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চা-বাগানের ডিজিএমসহ সাধারণ লোকজন।
ডাকাতরা লুট করে নিয়ে গেছে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ তাদের যাবতীয় মালামাল।মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৯টার থেকে এ ডাকাতির ঘটনা ঘটে।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান,উল্লেখিত সময়ে চা-বাগান এলাকায় প্রচুর পরিমান কুয়াশা পড়ে।রাত সাড়ে ৯টার দিকে তিনিসহ তেলিয়াপাড়া চা বাগানের আলম বাবু নামে একজন প্রাইভেটকারসহ কয়েকটি মোটর সাইকেল নিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোর উদ্দেশ্যে রওয়ানা হন।পথিমধ্যে তেলিয়াপাড়া বাগানের প্রবেশমুখে একদল মুখোশদারি ডাকাতদল সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে।পরে ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্ম করে বেঁধে ফেলে।পরে একেক করে সকলের কাছে থাকা নগদ টাকা,মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।
একই সময়ে তেলিয়াপাড়া চা-বাগানের বাংলো থেকে ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল হক মিঠু তার পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন।তিনিও ডাকাতদলের কবলে পড়েন।ডাকাতরা তার স্ত্রীর গহনাসহ তাদের সাথে থাকা যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।এছাড়াও আরো কয়েকটি মোটর সাইকেলের যাত্রীকেও আটকিয়ে তারা ডাকাতি করে।চেয়ারম্যান জানান,ওই সড়ক দিয়ে যাওয়া অন্তত ৭টি পরিবহন ডাকাতির শিকার হয়েছে। ডাকাতদল অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) রকিবুল ইসলাম খান জানান, তেলিয়াপাড়া এলাকায় চা বাগান হওয়ায় ডাকাতরা ডাকাতি শেষে সহজেই পালিয়ে যায়।তিনি বলেন,ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।