কাল সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

- আপডেট সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন ডেস্ক
মেরামত, সংরক্ষণ কাজ ও সঞ্চালন লাইনের উপর থেকে গাছের ডাল টাকার জন্য কাল বৃহস্পতিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) দুইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২এর প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান,বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের মেন্দিবাগ,সাদাটিকর,নোওয়াগাঁও,সাদিপুর,কুশিঘাট, মিরাপাড়া,শাপলাবাগ, কল্যানপুর এবং বৃহস্পতিবার সোনারপাড়া,নবারুন আ/এ,মজুমদারপাড়া,ফরহান খা পুল, দর্জিপাড়া,দাদাপীর মাজার,খারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর প্রকৌশলী জানিয়েছেন, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মহানগরের ওসমানী মেডিক্যাল রোড,শাপলার গলি,কাজলশাহ,মধুশহীদ,মুন্সীপাড়া,পুলিশ লাইন্স, ভাতালিয়া,নোয়াপাড়া,উদ্যম আবাসিক এলাকা,রিকাবীবাজার,দরগা মহল্লা,মিরের ময়দান (আংশিক),ঝর্ণারপাড়, আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম ও উত্তর পার্শ্বে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। -বিজ্ঞপ্তি