জান্ডুমান্ডুর আসর থেকে আটক-৯জন

- আপডেট সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
জুয়ার মধ্যে বেশি আসক্তি জান্ডুমান্ডুতে। মঙ্গলবার বিকেলে লোকচক্ষুর আড়ালে এমন আসরই বসিয়েছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।জনসাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও নজর এড়ায়নি পুলিশের।অভিযান চালিয়ে জান্ডুমান্ডুর ৯ জন কে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে আবদুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ,বিজয় দেব (৫২), মিঠু (২৮),পুতুল বিশ্বাসকে (৩০) সিলেট মহানগরীর চালিবন্দরস্থ ট্রেড সেন্টারের ভেজিটেবল মার্কেটের পশ্চিমে জননী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী একটি কক্ষ থেকে আটক করা হয়।একই সময়ে পশ্চিম কাজিরবাজার কাঁঠালহাটাস্থ আলতাব ট্রেডাসের ভেতর থেকে আটক করা হয় দুলাল সরকার (৬৪), সাখাওয়াত হোসেন (৩৫),সানি মিয়া (২০) ও কাশেম মিয়া (৩৫)। আটককৃতদের কাছ থেকে জান্ডুমান্ডু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
এছাড়া মহানগরের শাহপরাণ এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ ও ১টি সিএনজি সহ রায়হান আহমদ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (১১ অক্টোবর) ভোরে শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয় ,আটককৃত আসামির বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।