এর দায় শুধু সরকারের নয়,ব্যবসায়ীদের সততার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে,আলু পেঁয়াজের দাম কার্যকরের চেষ্টা চলছে-বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:অনলাইন সংস্করণ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল তা অর্জন হয়নি। এর দায় শুধু সরকারের নয়, এজন্য ব্যবসায়ীদের সততার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মাঠে কাজ করছে। এর মাধ্যমে বেঁধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। একটি সিন্ডিকেট চক্রের কারণে মাঝেমধ্যে বাজারে পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সরকার তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করে যাচ্ছে।
শুক্রবার বিকালে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। এতে সমস্যার কিছু নেই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম এসেছে, একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠব। এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক আছে। এরপর তিনি নিজ নির্বাচনি এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গত ১৪ সেপ্টেম্বর ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার। সেদিন বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা একটি মিটিং করেছি। সেখানে আমরা পেঁয়াজ, আলু এবং ডিম-এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করেছি। কিন্তু ২০ দিনেও নির্ধারিত দাম কার্যকর হয়নি। শুক্রবারও বাজারে বাড়তি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হতে দেখা গেছে।