সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিদেশি মদ উদ্ধার আটক- ৩

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ।
গতকাল ১৮ জুন রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার স্বপন নেংড়ার চায়ের দোকানের সামনে রাস্তা থেকে ৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল সোনারগাঁও উপজেলার ভারগাও এলাকার শাহ আলমের ছেলে সাকিব (১৮), একই এলাকার এমরান হোসেনের ছেলে মোঃ তারিকুল ইসলাম লিমন(১৮), মোঃ মজিবুর রহমানের ছেলে তারিকুল রহমান (১৮)।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।