৬৬২ রানের লক্ষ্যে প্রথম বলেই উইকেট হারাল আফগানিস্তান

- আপডেট সময় : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক ,অনলাইন সংস্করণ:
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে আফগানিস্তানকে। ৬৬২ রানের পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নেমে প্রথমেই হোঁচট খেয়েছে তারা।প্রথম বলেই উইকেট হারিয়ে বসেছে আফগানিস্তান। শরীফুল ইসলামের ফুললেংথের বল মিস করে যান ইব্রাহিম জাদরান। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন। তবে সেটি কাজে আসেনি।
সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস ২০৯ রানের, যা ২০১০ সালে ইংল্যান্ড খেলেছিল।বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৬৬২ রান। লিটন ৮১ বলে ৬৬ ও মুমিনুল ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন।টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুইয়ানদের ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।