সংবাদ শিরোনাম ::
রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন, অনলাইন সংস্করণ:
বিএনপি ঢাকার দুই মহানগরে পদযাত্রা করবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীতে আলাদা দুটি স্থানে এই পদযাত্রার আয়োজন করবে।জানা যায়, লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি দুপুর আড়াইটায় মিরপুর পল্লবী থেকে শুরু হয়ে আগারগাঁও গিয়ে শেষ হবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা দুপুর ৩টায় আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিম খানা থেকে শুরু করে লালবাগ-চকবাজার হয়ে আরমানিটোলা মাঠে এসে শেষ হবে।


























