বানর বেঁধে রাখায় সাবেক কাউন্সিলরকে জরিমানা

- আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে শিকল দিয়ে বেঁধে রাখা বানর উদ্ধার এবং আকছির ভাণ্ডারি নামে এক সাবেক পৌর কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। আকছির মিয়া ভাণ্ডারি চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া এলাকার আব্দুল আজিজের ছেলে এবং তিনি ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পৌরশহরের ডিসিপি স্কুলের পূর্বে খেলার মাঠের পাশে অবৈধভাবে একটি বানরকে শিকলে বেঁধে রেখে প্রদর্শন করা হচ্ছে এমন খবর পেয়ে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক অভিযান চালিয়ে তার হেফাজত থেকে বানরটি উদ্ধার করেন। একই সঙ্গে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ওই কাউন্সিলরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, উদ্ধার বন্যপ্রাণী সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আব্দুল্লাহ আল আমিনের কাছে হস্তান্তর করা হয়েছে।বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, বানরটি আমাদের হেফাজতে রাখা হবে দুদিন।পর অভায়রণ্যে ছেড়ে দেওয়া হবে।