সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি, ঢাকা:
আশুলিয়ায় সাগর ওরফে মনির (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।সোমবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেপ্তার সাগর ওরফে মনির (৪৪) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ভবানিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।তিনি আশুলিয়ার গকুলনগর এলাকায় তার মামা লতিফ বেপারীর বাড়িতে বসবাস করে মাদকের ব্যবসা করছিলেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি সাগর
দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।