পাগলা কুকুর আতঙ্কে মাধবপুরের ৪ গ্রামের মানুষ

- আপডেট সময় : ০২:৩৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শনিবার বিকাল থেকে রোববার রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।রোববার সন্ধ্যা থেকে কয়েকটি গ্রামের মানুষ পাগলা কুকুর আতঙ্কে হাতে লাটিসোঁটা নিয়ে সর্তক অবস্থান নিয়েছেন।
কুকুরটি দ্রুত অবস্থান পরিবর্তন করায় এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। গ্রামীণ প্রাণী চিকিৎসক সৈয়দ শামীম জানান, শনিবার বিকালে বড়ধুলিয়া গ্রামের একটি পুকুরে এক শিশু কন্যা গোসল করা অবস্থায় কালো ও সাদা রঙের একটি কুকুর পানিতে নেমে কামড়ায়।
শিশুর চিৎকারে বাড়ির লোকজন এলে কুকুরটি দৌড়ে চলে যায়। এর পর একে একে বোববার রাত ৮টা পর্যন্ত বড়ধুলিয়া, সন্তোষপুর, জগদীশপুর তেমনিয়া ও চারাভাঙ্গা গ্রামের অন্তত ২০ জনকে কামড়েছে।
মাইকে ঘোষণা দেওয়া হয় পাগলা কুকুরটির বিষয়ে। গ্রামবাসী কুকুটি আটক কিংবা মেরে ফেলতে লাটিসোঁটা নিয়ে তাড়া করলে ও দ্রুতগতিতে অবস্থান পরিবর্তন করায় এটিকে এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি।কুকুর আতঙ্কে এখন জগদীশপুর ইউনিয়ের কয়েক গ্রামের মানুষ লাটিসোঁটা হাতে রাখছে। সন্ধ্যার পর লোকজন সর্তক অবস্থায় থাকছেন।
চারাভাঙ্গা গ্রামের সমাজসেবক সৈয়দ ইমরুল হাসান বলেন, পাগলা কুকুরটির উপদ্রব থেকে বাঁচতে থানার ওসিসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক যুগান্তরকে বলেন, বিয়য়টি আমি শুনেছি। কিভাবে কুকুরটি উদ্ধার করা যায়, এ ব্যাপারে প্রশাসনের পক্ষে প্রদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের একটি টিম ওই এলাকায় নজরদারি করছে।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা এ এইচ এম ইশতাক মামুন বলেন, কুকুরের কামড়ে আহতরা নিদিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে পড়ে। কুকুরে আক্রান্ত অধিকাংশ লোক স্থানীয় বাজারে গিয়ে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপালে গিয়ে ভ্যাকসিন নিতেপরামর্শ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, বিষটি আমি জেনেছি, দরিদ্র আক্রান্তদের প্রয়োজনে ভ্যাকসিন ক্রয়ের জন্য রোগী কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হবে।জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, কুকুরটি ধরার জন্য প্রশাসনসহ চেষ্টা চলছে। কুকুরটি আটক হওয়ার আগপর্যন্ত সর্তকভাবে চলাফেরার জন্য জনগণকে পরামর্শ দিয়েছেন।