আল ইসলাহ্ একতা সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
সিলেট প্রতিনিধি -লিমন আহমেদ
:: পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইসলাহ্ একতা সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাগফিরাত এর ১৯ রমজান মাওলানা মাছুমুর রহমানের বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক মোঃ হেলু আহমেদ।
পরিচালনা করেন – সংস্থার সদস্য সচিব ফয়জুর রহমান ফয়েজ ও সিনিয়র সদস্য সচিব মাওলানা মাছুমুর রহমান মাছুম।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ শফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন
০৫ নং টুলটিকর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল,
সাবেক চেয়ারম্যান – এস এম আলী হোসেন।০৯ নং ওয়ার্ডের মেম্বার
মোঃ রাজা মিয়া,’ বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফ জামান। এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী , মোঃ মোশাহিদ মিয়া,মোঃ তোফাজ্জল হোসেন। মোঃ সিরাজুল ইসলাম, আবুল খায়ের শামীম, মোঃ বাবুল খান সাবেক মেম্বার,মোঃ আলম মিয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ আফজাল হোসেন, শহিদ আহমেদ,ফজলুল হক চৌধুরী, বদরুর রহমান বাবর, মোঃ শিরু মিয়া, মোঃ এনাম খন্দকার, মোঃ রিয়াজ উদ্দিন,মোঃ সজল মিয়া, আব্দুর রহিম, জয়নাল আবেদীন আবেদ,মোঃজাহাঙ্গীর, মোঃ রুবেন আহমদ, মোঃ সালাম মিয়া, মোঃ মোখলেস মিয়া, মোঃ বলিক মিয়া, মাওলানা মোঃ মনছুর মিয়া, মোঃ দুলন মিয়া, মোঃ মারুফুর রহমান- সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সুশীল সমাজ, নানা শ্রেণী পেশার মানুষ।
অতিথিবৃন্দরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার পক্ষ্য থেকে এমন আয়োজন করে সবাইকে একত্রিত করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন,।
বক্তারা বলেন-আল ইসলাহ্ একতা সংস্থা’র -উন্নয়ন মূলক ভালো কাজে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য পাশে থাকবেন, সংস্থার সকল সদস্যদের স্বুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
সংস্থার পৃষ্ঠপোষক শেখ শফিক উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দলমত নির্বিশেষে একটি সংস্থা গঠন করা হয়, একা একজনের পক্ষে যে কাজ করা সম্ভব নয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করলে কাজ সহজ হয়ে যায়
সফলতা পাওয়া যায় ।
সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য থাকে গরীব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা, উন্নয়ন মুলক কাজ করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি , শুধু পদপদবি নিয়ে বসে থাকলে হবেনা,সংস্থাকে এগিয়ে নিতে হলে কাজ করতে হবে, তিনি সংস্থার সকল সদস্যদের উদ্দেশ্য করে বলেন, তাঁর পক্ষ্য থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন তিনি করে যাবেন , সবশেষে তিনি তাঁর পিতা’মাতা সহ সকল কবর’বাসীর জন্য দোয়ার দরখাস্ত করেন, ও সংস্থার সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে, এলাকার মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছেন, ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে বায়তুল জান্নাত জামে মসজিদের সাবেক ইমাম,মোনাজাত করেন।
























