শিক্ষার্থীরা মোবাইল গেইমের আসক্তি ছেড়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে

- আপডেট সময় : ০৩:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব শিক্ষার্থীরা মোবাইল গেইমের আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এখন আর মাঠে গিয়ে খেলাধুলা করে না, সব সময় তারা মোবাইলে গেইম নিয়ে ব্যস্ত থাকে। এ ব্যাপারে অবিভাবকদের দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। তাই, শিক্ষার্থীদেরও পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
গতকাল রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ইছরাব আলী হাই স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির গভর্নিং বডি’র সভাপতি শাহ্ মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরি দাস ও রাসেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ , সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক এহতাশামুল হক চৌধুরী। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বর্ষা ও আবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী গোলাম হাফিজ লোহিত, আব্দুল রহমান আনা মিয়া, আক্তার হোসেন, শাহ আহমদুর রব, রফিকুল ইসলাম রযু, অভিভাবক সদস্য আব্দুল আলীম, লিটন আহমদ, শিক্ষানুরাগী সদস্য আব্দুর রউফ দ্বারা, আব্দুর রশিদ, আবুল কালাম মনসুর, আনা মিয়া, ইকবাল হোসেন মিঠু, আব্দুর রহিম, ইব্রাহীম খলিল, তালহা আহমদ, প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ফারহানা ফেরদৌসী হক, মোঃ শাহাদত হোসেন, মোঃ কামিল আহমদ, খালেদ সাইফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোঃ কয়েছ আহমদ,জ্যেষ্ঠ প্রভাষক রয়েল কুমার আদিত্য, রোজিনা বেগম, শিউলি আক্তার খানম, মোঃ কাশমিরুল হক, শাখাওয়াত হোসেন শফি, শংকর কুমার দাস, মোঃ ছমির উদ্দিন, মোঃ লুতফুর রহমান রাসেল, অর্পনা গুণ, হালিমা বেগম, মোঃ আজিজুল হক, হাফিজুর রহমান, মোঃ আব্বাস আলী, তাছলিমা আক্তার, গোলাম মোস্তফা প্রমুখ। বিদ্যালয়ের পক্ষে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী আয়শা আক্তার তামান্না।