দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম কত?
- আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক :
দুবাইয়ের সমুদ্রতীরে ভিলা, আকাশছোঁয়া টাওয়ারের বিলাসঘর ও ঝলমলে স্কাইলাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র তারকাদের আকর্ষণের কেন্দ্র। এরই ধারাবাহিকতায় বলিউডের বহু তারকা সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করেছেন কোটি টাকার সম্পত্তিতে। তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই পর্যন্ত বহু তারকা।
দেখে নেয়া যাক কোন কোন বলিউড তারকারা এই তালিকায় আছে
শাহরুখ খান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের রয়েছে দুবাইয়ের পাম জুমেইরায় ‘জান্নাত’ নামে ১৮ হাজার বর্গফুটের এক দৃষ্টিনন্দন প্রাসাদ। ব্যক্তিগত সমুদ্রসৈকত, জিম ও সুইমিং পুলসমৃদ্ধ এই বিলাসবহুল ভিলার অভ্যন্তরীন নকশা করেছেন গৌরী খান। সম্পত্তিটির মূল্য প্রায় এক হাজার কোটি রুপি।
সালমান খান
সালমান খান দুবাইয়ের ডাউনটাউন এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক। বুর্জ খলিফার কাছাকাছি অবস্থিত এই বাসায় তিনি দুবাই সফরে নিয়মিত অবস্থান করেন।
অনিল কাপুর
অভিনেতা অনিল কপুরের রয়েছে দুবাইয়ের অভিজাত আল ফুরজান এলাকায় একটি আধুনিক দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট। সম্পত্তিটির সম্ভাব্য মূল্য প্রায় ৩ কোটি রুপি।
শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রারও রয়েছে দুবাইয়ে বিলাসবহুল আবাসন। বিবাহবার্ষিকীর উপহার হিসেবে রাজ কুন্দ্রা তাকে বুর্জ খলিফার ১৯তম তলায় প্রায় ৫ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্ট উপহার দেন। পরে তারা এটি বিক্রি করে পাম জুমেইরায় নতুন একটি ভিলা ক্রয় করেন।
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনও দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তির মালিক। ২০১৬ সালে তারা জুমেইরাহ গলফ এস্টেটে প্রায় ১৬ কোটি রুপিতে একটি ভিলা কেনেন। সুইমিং পুল, সবুজ বাগান ও গলফ কোর্স-সংলগ্ন এই বাড়িটি তাদের দুবাইয়ে অন্যতম আকর্ষণীয় ঠিকানা।
সানিয়া মির্জা
টেনিস তারকা সানিয়া মির্জা বর্তমানে তার ছেলে ইজহানের সঙ্গে পাম জুমেইরায় বসবাস করছেন। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রায় ১৩ কোটি রুপিতে একটি দুইতলা বাড়ি ক্রয় করেন। বাড়িটিতে রয়েছে সুইমিং পুল, প্রার্থনাকক্ষ ও একটি বৃহৎ ওয়াক-ইন ক্লোজেট।

























