চুনারুঘাটে মতবিনিময় সভায় সকলের সহযোগিতা চাইলেন – ব্যারিস্টার সুমন

- আপডেট সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
নাহিদা আক্তার পপি (চুনারুঘাট) প্রতিনিধি
হবিগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন চুনারুঘাট মাধবপুরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সারা দেশে ইতিহাস সৃষ্টি করেছেন।এবার আমি কাজের মাধ্যমে চুনারুঘাট মাধবপুরে ইতিহাস তৈরী করতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
তিনি বলেন আসি শপথ গ্রহন করে চুনারুঘাটে ফিরেই মরা খোয়াই নদী পরিস্কারের কাজ শুরু করে দিয়েছি। সারা দেশ থেকে ৬ শতাধিক বিডি ক্লিনের লোকজন এসে চুনারুঘাটবাসীর ময়লা পরিস্কার করে দিয়েছে,অথচ চুনারুঘাটের মানুষ ময়লার পানিতে নামেন নি। আমি সংসদ সদস্য হয়ে ময়লার পানিতে নেমে তাদের কাজে উৎসাহ দিযেছি।
তিনি রবিবার বিকালে উপজেলা উপজেলা পরিষদের হল রুমে আগামী ৩ ফ্রেব্রয়ারী চুনারুঘাটে আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীগের উদ্যেগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলীর পরিচালনায
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের,মোঃ রজব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর সভার মেয়র সাইফুল আলম রুবেল, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাদুর রহমান আব্দাল, ছাত্রলীগের সভাপতি শাহজান সামিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।