সংবাদ শিরোনাম ::
সীমান্তে চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে স্থানীয় বাঁশতলা বিজিবি ক্যাম্পের টহলদল।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে সীমান্তের জিরো পয়েন্ট স্থানীয় বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও (খাসিয়াবাড়ি) গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় (তেলের টাংকিতে ROYEL ENFTELD এবং টুলবক্সে METEOR লিখা) লাল-নীল রঙের ৩৫০ সিসির একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানতে চাইলে বাঁশতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার খাদেমুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে, শিগগির উদ্ধার হওয়া জব্দকৃত মোটরসাইকেলখানা সংশ্লিষ্ট কাস্টম অফিসে জমা দেওয়া হবে।