ওসমানীনগরে নৌকার নির্বাচনী আমেজ

- আপডেট সময় : ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
৭ প্রার্থীর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। দিন-রাত নেতাকর্মীদের নিয়ে গ্রাম-গঞ্জে চষে বেড়াচ্ছেন তিনি। পাচ্ছেন ভোটারদের সাড়া। বিগত ১০ বছর উন্নয়নে পিছিয়ে থাকা দুই উপজেলায় নির্বাচিত হলে কাঙ্কিত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে। অব্যাহত রেখেছেন প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও গনসংযোগ। অবিরাম প্রচারে দলীয় প্রতীক নৌকার পালে হাওয়া লাগাতে শুরু করেছে নেতাকর্মীরাসহ ভোটারদের মনে।
জানা গেছে -১০বছর পর সিলেট-২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যার কারণে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীসহ তার অনুসারীরা। ফলে স্বতন্ত্র প্রার্থীদের শক্ত চ্যালেঞ্জ নিতে হচ্ছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। তবে মহাজোট শরিককে আসনটি ছেড়ে দেওয়া হয় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ফলে বিগত ১০ বছর এই আসনে দলীয় প্রার্থী পায়নি ক্ষমতাশীন দল আওয়ামী লীগ।
নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানকে। তবে আইনি জটিলতাসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্গনে ভোটের মাঠে পিছিয়ে রয়েছেন মুহিবুর রহমান। ট্রাক প্রতীক নিয়ে প্রচারনায় অংশ নিয়েছেন তিনি। যদিও প্রতীক বরাদ্দের পর থেকেই জোরেশোরে প্রচারের মাঠে নেমেছেন তার কর্মী সমর্থকরা।
নৌকার বিজয় নিশ্চিত করতে এরইমধ্যে প্রচারে নেমেছেন শফিকুর রহমান চৌধুরী স্ত্রী তাহমিনা চৌধুরী, ভাই আজিজুর রহমান চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী ও বোন শিরিন চৌধুরী। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই তারা যুক্তরাজ্য থেকে দেশে চলে আসেন।শফিকুর রহমান চৌধুরী ও মুহিবুর রহমান ছাড়াও সিলেট-২ আসনে প্রতিদ্বন্দীতা করছেন, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের বর্তমান এমপি মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক, কংগ্রেস মনোনীত মোহাম্মদ জহির এবং এনপিপি প্রার্থী মনোয়ার হোসেন।