সিলেট-৩,নির্বাচনী মাঠে নৌকা-ট্রাক

- আপডেট সময় : ০৬:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে প্রচারণা শুরু হয়েছে।প্রার্থীরা নানা ভাবে প্রচারণা চালাচ্ছেন।জেলার অন্যতম আসন সিলেট -৩।এই আসনের বর্তমান সাংসদ হাবিবুর রহমান। যিনি গত উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি হোন।এবারও তিনি আওয়ামীলীগের নৌকার প্রার্থী।
অন্যদিকে বেশ ক’জন প্রার্থী থাকলেও মাঠে আলোচনায় আছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা:এহতেশামুক হক চৌধুরী দুলাল (ট্রাক) ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান (লাঙ্গল)।প্রতীক বরাদ্দের আগের নৌকার প্রার্থী হাবিবুর রহমান ফেঞ্চুগঞ্জে সেন্টার কমিটি গঠন গুছিয়ে এনেছেন।
অন্যদিকে গত কাল ফেঞ্চুগঞ্জ উপজেলা লক্ষ্যনীয় সংখ্যক সমর্থক নিয়ে ৩টি সভা ও সেন্টার কমিটি গঠন করেছেন ট্রাক মার্কার ড: এহতেশামুল হক চৌধুরী (দুলাল)।পরবর্তীতে আজ মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ বাজারে নেতাকর্মী নিয়ে গন-সংযোগ করেছেন হাবিবুর রহমান।
যদিও এখন পর্যন্ত জাপার আতিকুর রহমানের তেমন কোন কার্যক্রম দেখা যায় নি ফেঞ্চুগঞ্জ উপজেলায়।সে হিসাবে মাঠে ভোট যুদ্ধে আছেন হাবিব-দুলাল।আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী নৌকার পক্ষে দেখা গেলেও হিসাব পাল্টাচ্ছে প্রয়াত এমপি সামাদ চৌধুরী বলয়ের লোকজন।তারা স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক চৌধুরী দুলালের জন্য কাজ করছেন।
সম্প্রতি অনেকেই এসেছেন প্রকাশ্যে।অন্যদিকে জাপার কিছু কর্মী সমর্থক উপজেলার বিভিন্ন জায়গায় থাকলেও মাঠ পর্যায়ে উনাদের উল্লেখযোগ্য কোন কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায় নি।জাপার আতিকুর রহমান নির্বাচনী কর্মছকে কি করবেন এটাই দেখার বিষয়।এখন পর্যন্ত ফেঞ্চুগঞ্জে কোথাও নির্বাচনী সহিংসতার কোন ঘটনা ঘটেনি বলে জানান এ প্রতিবেদক।