শফিক চৌধুরী সিলেট আসছেন সোমবার

- আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করছে আওয়ামী লীগ।রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।দলীয় মনোনয়নলাভের পর তিনি সিলেটে ফিরছেন সোমবার (২৭ নভেম্বর)।
তিনি বিমানযোগে সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১.৩০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সেখান থেকে ওসমানীনগরে যাবেন তিনি। ওসমানীনগরবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে ফেরার পথে বিশ্বনাথবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করবেন শফিক চৌধুরী।
এদিকে, দলীয় মনোনয়নলাভের পর বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরী। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। তিনিই আমাদের ভরসা ও আশ্রয়স্থল।
তিনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান তার প্রতি বিশ্বাস এবং পাশে থাকার জন্য। তিনি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীহ এবং অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের প্রতি।ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সামিল এবং নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে সিলেট-২ আসন আবারও উপহার দেওয়ার জন্য আহবান জানান তিনি।
’