শোকাহত…

- আপডেট সময় : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোয়াইনঘাটের কৃতি সন্তান এএসআই বুরহান উদ্দিন রোড এক্সিডেন্টে করে আমাদের মধ্যে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভিউ নিউজ ৭১ এর পক্ষ থেকে আমরা শোকাহত।আল্লাহপাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুণ আমিন।
জানা যায়, নগরীর আম্বরখানায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার নাম বুরহান উদ্দিন।তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।তার গ্রামের বাড়ি গোয়াইনঘাটের কান্দিগ্রামে।গতকাল রোববার রাত ৯টার দিকে ওসমানী বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান,দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।তিনি জানান,পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।