বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর প্রবেশ মুখে র্যাব-পুলিশের তল্লাশি

- আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রবেশমুখ আমিনবাজার ও সাভার হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ ও র্যাব।বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ও সাভার হাইওয়ে থানার সামনে তল্লাশি কার্যক্রম করা হয়।দুপুরে আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্রবিশেষে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। যাত্রীবাহী বাসসহ গণপরিবহণ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি বিশেষ নজর লক্ষ্য করা গেছে। তবে চেক পোস্ট থেকে কাউকে আটক করা খবর পাওয়া যায়নি। পুলিশি তল্লাশির কারণে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।
চেকপোস্টে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, রাজধানীতে আগামী ২৮ তারিখ রাজনৈতিক দুটি দলের সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই সমাবেশ উপলক্ষে কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এজন্য পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে।ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, ২৮ তারিখে বিএনপির সমাবেশ কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি অভিযান ও নেতাকর্মীদের আটক করা শুরু করেছে। পাশাপাশি সমাবেশে নেতাকর্মীরা যাতে উপস্থিত না থাকতে পারে এজন্য পুলিশ পরিকল্পিতভাবে পথে পথে তল্লাশি করে বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধাগ্রস্ত করছে।