২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে প্রস্তুত র্যাব

- আপডেট সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব।
গতকাল সোমবার রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।কমান্ডার খন্দকার আল মঈন বলেন,২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের কোনও সম্পদের যেন কেউ ক্ষতি করতে না পারে,সেজন্য র্যাব দায়িত্ব পালন করে যাবে।তিনি বলেন,বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে,এটাই স্বাভাবিক। বিগত সময় গুলোতে দেখেছি, শান্তিপূর্ণভাবে বিভিন্ন দল কিংবা বড় দলগুলো তাদের কর্মসূচি পালন করেছে।