শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার- এমপি হাবিব

- আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন,বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে। বিদ্যালয়গুলোতে দৃষ্টিনন্দন নতুন ভবন দিচ্ছে। এই উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমাদের শিক্ষকদের আরও যতœশীল হতে হবে।
গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে খড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়,সিলাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া,উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা করিম কাওসার,ইকবাল হোসেন,তুহিন চৌধুরী,ইসবর আলী, সোয়েল আহমদ মেম্বার, জালাল উদ্দীন,৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক কামাল আহমদ,যুবলীগ খালেদ আহমদ,ফয়ছল আহমদনেতা সাইফুল ইসলাম,জমির আলী,নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা লাকী নোমান,সাদমান সাকিব প্রমুখ।