ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে: তারেক রহমান সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করবেন না: এনসিপি বিশেষজ্ঞদের দাবি, হাসি বাড়াবে আয়ু কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ হবিগঞ্জে বিজিবি’র অভিযান দেড় কোটি মূল্যের পণ্য ও ১টি ট্রাক আটক জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে ‘জনতার পার্টি বাংলাদেশ’ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) থেকে পাথর লুটপাট হচ্ছে সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি,৬জনকে জীবিত উদ্ধার,নিখোঁজ ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

 গজারিয়া (মুন্সীগঞ্জ)থেকে :অনলাইন সংস্করণ

বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারচালকসহ ১২ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ছয়জন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পড়েছে। তবে ট্রলারের যাত্রী সবার বাড়িই গজারিয়ায়। গজারিয়া নৌপুলিশ ও কোস্টগার্ড বিষয়টি দেখছে।

নিখোঁজরা হলেন- সাব্বির হোসেন (৪০), রিয়াদ হোসেন (২), জান্নাতুল মাওয়া (৬) সুমনা আক্তার (২৮), তার দুই মেয়ে মারওয়া (৮) ও শাফা (৪)।জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মফিজুল ইসলাম (৩৮), শিরিন আক্তার (২৬) ও ট্রলারচালক রফিক মিয়া (৫০)।

রফিক মিয়া জানান, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য দুলাল মিয়ার বড় ভাই মফিজুল ইসলাম নারী ও শিশুসহ তার পরিবারের ১১ জন সদস্য নিয়ে তার ট্রলারে করে শুক্রবার বিকালে মেঘনা নদীতে ভ্রমণের জন্য বের হন। ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফেরার পথে ট্রলারটিকে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দিলে ডুবে যায়। তিনি কোনোরকমের সাঁতরে তীরে ওঠেন।

সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমার বড় ভাই মফিজুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি বৃহস্পতিবার রাতে ছুটিতে পরিবার নিয়ে দক্ষিণ ফুলদি গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার বিকালে ট্রলার নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হন। শুনেছি নদীতে ঘোরা শেষে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে আমার ভাই মফিজুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সুবর্ণা, দুই মেয়ে সাফা ও মাওয়া, তার খালা শাশুড়ি, তার এক ভায়রা ও তার বাচ্চা, ভাগনি-ভাতিজি, ট্রলারচালকসহ ১২ জন লোক ছিল বলে জানতে পেরেছি। শুনেছি কয়েকজন জীবিত উদ্ধার হয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে আমার ভাই মফিজুল ইসলাম এবং ভাগনি শিরিন আক্তার মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই। তবে নৌকা ম্যানেজ করতে না পারায় এবং নদীতে ঢেউ থাকায় আমাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, নিখোঁজ ট্রলার যাত্রীদের সন্ধানে কোস্টগার্ড, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি,৬জনকে জীবিত উদ্ধার,নিখোঁজ ৬

আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

 গজারিয়া (মুন্সীগঞ্জ)থেকে :অনলাইন সংস্করণ

বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারচালকসহ ১২ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ছয়জন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পড়েছে। তবে ট্রলারের যাত্রী সবার বাড়িই গজারিয়ায়। গজারিয়া নৌপুলিশ ও কোস্টগার্ড বিষয়টি দেখছে।

নিখোঁজরা হলেন- সাব্বির হোসেন (৪০), রিয়াদ হোসেন (২), জান্নাতুল মাওয়া (৬) সুমনা আক্তার (২৮), তার দুই মেয়ে মারওয়া (৮) ও শাফা (৪)।জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মফিজুল ইসলাম (৩৮), শিরিন আক্তার (২৬) ও ট্রলারচালক রফিক মিয়া (৫০)।

রফিক মিয়া জানান, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য দুলাল মিয়ার বড় ভাই মফিজুল ইসলাম নারী ও শিশুসহ তার পরিবারের ১১ জন সদস্য নিয়ে তার ট্রলারে করে শুক্রবার বিকালে মেঘনা নদীতে ভ্রমণের জন্য বের হন। ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফেরার পথে ট্রলারটিকে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দিলে ডুবে যায়। তিনি কোনোরকমের সাঁতরে তীরে ওঠেন।

সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমার বড় ভাই মফিজুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি বৃহস্পতিবার রাতে ছুটিতে পরিবার নিয়ে দক্ষিণ ফুলদি গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার বিকালে ট্রলার নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হন। শুনেছি নদীতে ঘোরা শেষে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে আমার ভাই মফিজুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সুবর্ণা, দুই মেয়ে সাফা ও মাওয়া, তার খালা শাশুড়ি, তার এক ভায়রা ও তার বাচ্চা, ভাগনি-ভাতিজি, ট্রলারচালকসহ ১২ জন লোক ছিল বলে জানতে পেরেছি। শুনেছি কয়েকজন জীবিত উদ্ধার হয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে আমার ভাই মফিজুল ইসলাম এবং ভাগনি শিরিন আক্তার মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই। তবে নৌকা ম্যানেজ করতে না পারায় এবং নদীতে ঢেউ থাকায় আমাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, নিখোঁজ ট্রলার যাত্রীদের সন্ধানে কোস্টগার্ড, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।