জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা

- আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। সভায় রাজনৈতিক সব সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায়। এছাড়া রাজধানীসহ বিভাগীয় শহরে বিভাগীয় কর্মিসভার সিদ্ধান্ত হয়েছে এ সভায়।
যৌথসভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি,সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি,কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি,সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম,হাফিজ উদ্দিন আহমেদ এমপি,গোলাম কিবরিয়া টিপু এমপি,আলহাজ সাহিদুর রহমান টেপা,অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম,ফখরুল ইমাম এমপি,সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ,মাহমুদুল ইসলাম চৌধুরী,হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন,এটিইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি,আব্দুর রশীদ সরকার,আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু,লে.জোনারেল (অব.)মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া,মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত,নাজমা আখতার এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া,মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি,লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক,জহিরুল আলম রুবেল, সংসদ সদস্যদের মধ্যে রওশন আরা মান্নান, শেরীফা কাদের এমপি, পনির উদ্দিন আহমেদ,শফিকুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম তালুকদার,পীর ফজলুর রহমান মিজবাহ ও আহসান আদেলুর রহমান।