হবিগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী।অসাংবিধানিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না – এড. সালেহ চৌধুরী

- আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২৩ ও কর্মী সভা আজ শনিবার দুপুর ২ ঘটিকায় স্হানীয় নাবিলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২ঘটিকায় নাবিলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন জাতীয় পার্টির হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক মো: জামাল মিয়া।
সদস্য সচিব আব্দুল আহাদের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন রুবেল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিক পন্থায় অনুষ্ঠিত হবে। বিদশী কোন শক্তি ষড়যন্ত্রমুলক ভাবে বাঁকা পথে ক্ষমতায় আসিন করতে পারবে না। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করবে। কোন ভাবে অগণতান্ত্রিক আচরণ সজ্জ করা হবে না। আগামীর বাংলাদেশ হবে জাতীয় পার্টির বাংলাদেশ।
প্রধান বক্তাী বক্তব্য রাখেন- এডভোকেট কবির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি চান মিয়া, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, যুব সংহতি নেতা সুরুজ মিয়া, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, সিলেট মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইমরান আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক কাওসার আহমদ, আকাশ দাস, সাইদুল ইসলাম, রাকিব আহমদ, জনি রবি দাস প্রমুখ।