সাভারে ১০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০২:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি ঢাকা,,,
সাভারে ১০কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ ডিবি।
৩১মে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন
ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ ডিবি ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
ডিবি পুলিশ জানায়, ৩০মে মঙ্গলবার ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এবং এসআই আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন(৪২) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত জাহাঙ্গীর হোসেন যশোর জেলার কোতয়ালী থানার মৃত হাতেম আলী এর ছেলে। বর্তমানে তিনি সাভার পৌরসভার জামসিং এলাকার রুহুল আমিন মজুমদার এর বাড়ীতে থাকেন।
ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত আসামি বহুদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে গাঁজা সংগ্রহ করে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। ইতিমধ্যে আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।