বিশ্বম্ভরপুরে ৩ নং ধনপুর ইউনিয়নে টি সি ভির পন্য বিতরণ।

- আপডেট সময় : ১১:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ,
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নে আজ ০১/০৪/২৩ – ০২/০৪/২৩ ইং পর্যন্ত টিসিভির পন্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
০২ ই এপ্রিল ২০২৩ ইংরেজী রবিবার সকাল বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিলন মিয়া।
এ সময় উপস্তিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার এস আই সংকর এবং ধনপুর ইউনিয়ন পরিষদের সদস্য গন। আর ও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ নানা শ্রেনী পেশার মানুষ। গরিব অসহায় হত- দরিদ্র পরিবারের সাহায্যার্তে বর্তমান সরকারের এ উদ্বোগকে বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন।
টি সি বির পন্য মোট ৪ টি ছিল।যেমন,
পন্য তালিকায় –
১ কেজি চিনি,
২ কেজি ডাল,
২ কেজি তৈল।
১ কেজি ছানা।
যার মুল্য দার্য করা হয়েছে
= ৪৭০ টাকা।
অত্র ইনিয়নের সকল ওয়ার্ডে মহিলা / পুরুষ সর্ব মোট ১২৩৫ জন ব্যাক্তি-কে কার্ডের মাধ্যমে দুইদিন যাবত এ পণ্য দেয়া হচ্ছে।