হাটহাজারী মাদ্রাসার ‘বাবা হুজুর’ খ্যাত আল্লামা মুমতাজুল করিম আর নেই

- আপডেট সময় : ০৩:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ‘বাবা হুজুর’ খ্যাত সিনিয়র শিক্ষক আল্লামা মুমতাজুল করিম আর নেই।সোমবার রাত অনুমানিক ১টা ৩০মিনিটে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার বাদ আসর হাটহাজারী মাদ্রাসায় তার নামাজে জানাজা শেষে মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থান মাকবারায়ে জামেয়ায় তাকে দাফন করা হবে।এদিকে, বাবা হুজুরের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে।বাংলাদেশের বিভিন্ন আলেম-উলামা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।মৃত্যুকালে তিনি দেশে-বিদেশে অসংখ্য ভক্ত এবং গুণীজন রেখে গিয়েছেন। তার ইন্তেকালের খবরে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করেন।